বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি মামুন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪। রবিবার (১০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মোঃ শাবদুল মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার সকালে মামুন (২৫) আমের প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দুরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় ছাবেদ আলী এই জঙ্গলে বাঁশ কাটতে গেলে তাকে দেখে গেলে মামুন পালিয়ে যায়।
এ ঘটনায় ওই শিশুটির দাদা বাদী হয়ে শনিবার রাতে মামুনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার একদিনের মধ্যে লম্পট যুবক র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী শিশুর পরিবার, স্কুলের সহপাঠী, শিক্ষক ও স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। যার মামলা নং- ১০।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।