Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে নারীসহ ৭জন আটক, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৬:৪৭ পিএম

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী পৃথক ৩টি অভিযানে নারীসহ ৭জনকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (১০ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ২ জনের কাছ থেকে ১৫কেজি গাঁজা, অপর নারীসহ ৪জনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও একজনের কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল। এছাড়া ১টি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের ৯ হাজার ৩১৫ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটকৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিণ চৌয়াড়া ধনপাড়া এলাকার মো. ফুল মিয়ার ছেলে মো. হাসান মিয়া (২৭) ও কুমিল্লা চৌদ্দগ্রামের হাজারিপাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে মো. জহির ইসলাম (৩৫)। আরেক অভিযানে কুমিল্লা কোতয়ালীর আড়াইউড়া এলাকার মো. জুয়েলের স্ত্রী মোছা. জরিনা (৩৫), একই এলাকার মো. জয়নালের স্ত্রী মোছা. শরিফা (২৮), কুমিল্লা কোতয়ালী ডৌম্পকনগর এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. সোহাগ রানা (২৬) ও কুমিল্লা সদর দক্ষিণের মধ্যম বিজিপুর এলাকার মো. আ. মজিদের ছেলে মো. ছাব্বির হোসেন (২১) এবং অপর অভিযানে কুমিল্লা চৌদ্দগ্রামের ফকিরহাট এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (২৮)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামীরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ