Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর বাজারের সব টেইলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৬:০১ পিএম

মালিকপক্ষ ও কারিগর পক্ষ’র মধ্যে কাপড় সেলাইয়ের রেট নিয়ে দ্বন্দের কারনে সৈয়দপুর উপজেলা টেইলার্স মালিক সমিতি বাজারের সব টেইলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
আজ রোববার (১০ এপ্রিল) দুপুর ২ টা থেকে সকল টেইলার্সশপের মালিকগন এখন তাদের দোকান বন্ধ করে কারিগরি সমিতির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থান নিয়েছেন।
অবস্থানরত টেইলার্স মালিকরা জানান, এবার রমজানের ঈদ উপলক্ষে টেইলার্স কারিগরদের সমিতি প্রতি পিস সেলাইয়ে বাড়তি টাকা দাবী করেছে যেটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারন ওদের দাবী অনুযায়ী রেট বাড়ালে সেলাই করতে আসা গ্রাহকদের উপর বাড়তি চাপ বাড়বে। এজন্য এর প্রতিবাদে আমরা উপজেলা টেইলার্স মালিক সমিতি অনিদির্ষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছি।
এক্ষেত্রে কারিগরদের দেখা না পেয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ