বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে প্রায় প্রতিনিয়তই বাইরে থেকে ছুঁড়া পাথরের আঘাতে আহত হচ্ছে শিক্ষার্থীরা। শনিবার রাত ৮ টা ৩০ এর বিশ্ববিদ্যালয়গামী শাটলে পাথর ছুঁড়তে গেলে শিক্ষার্থীরা তিন দূর্বৃত্তকে হাতেনাতে ধরে ফেলে।
আইন বিভাগের শিক্ষার্থী মো.আরিফ বলেন, শাটল ক্যান্টনমেন্ট থামার একটু আগে শাটলে ঢিল ছুঁড়ে এক ছেলে। ঢিলটা একদম আমার মাথার পাশ দিয়ে চলে যায়। সাথে সাথেই অসংখ্য ঢিল শাটলে পড়তে থাকে। আমরা ভয়ে সব জানালা নামিয়ে দেই। ক্যান্টনমেন্টে ট্রেন থামলে আমরা তিনজনকে ধরে ফেলি। তল্লাশি করলে এদের কাছে মাদক দ্রব্য পাওয়া যায়।
সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু বলেন, শাটলে ঢিল ছোঁড়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এজন্য আমরা অভিযানও চালিয়েছি। আজ রাতের শাটলে ঢিল ছোঁড়ার সময় তিনজনকে মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরে শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে এসেছে। এদের জিজ্ঞাসাবাদ করে অনেকের নাম পেয়েছি। পরবর্তীতে আরও তদন্তের জন্য এদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।