Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির পদ নিয়ে সংঘর্ষ

নিহত ১

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

রাজশাহী চারঘাটের জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে খোকন আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম মোজাহার আলী। নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদে কমিটি নিয়ে কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলীর দ্বন্দ ছিল। মুকুল ও মুক্তার মসজিদের সভাপতি হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন।
গত শুক্রবার ইফতারের আগ মূহুর্তে মসজিদ দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মসজিদ নিয়ে দুই গ্রুপ ইফতারের সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ