রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ের ভেতর বন বিভাগ ১৫৭ বছর পর নির্মাণ করল মসজিদে কুবা। দক্ষিণ বন বিভাগের আয়োজনে বনপ্রহরীদের নামাজ আদায়ের জন্য নির্মাণ করল মসজিদে কুবা। কাপ্তাই ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত কর্ণফুলী রেঞ্জের মুখ বিট অবস্থিত। এ বিটটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিটটি ২ হাজার ২শ’ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। বাংলাদেশের সব চেয়ে ঐতিহ্যবাহি সবুজ গাছ ও জীববৈচিত্র্যে ভরপুর এ বিটটি। বিশাল বন পাহাড়া দেয়ার জন্য বিট ও বনপ্রহরী কর্তব্য পালন করলেও নামাজ আদায়ে কোন সুব্যবস্থা ছিল না। একটি জরাজীর্ণ পাঞ্জেগানা ছিল। বিট কর্মকর্তা/কর্মচারীরা নামাজ বা জুম্মা আদায় করতে প্রায় ৫/৭ কি.মি. দূরত্ব গিয়ে নামাজ আদায় করত। এত দূর গিয়ে কেউ নামাজ আদায় করত। আবার যেতে যেতে জুম্মার নামাজ পেত না। দুর্গম এ বিটের বিশালতা ও মন মুগ্ধকর সবুজ বেষ্টনী দেখতে সম্প্রতি পরির্দশ করেছে সাবেক বনমন্ত্রী সৈয়দা সাজেদা ইসলাম, বনসচিব, প্রধান বনসংরক্ষক, ডিসিসহ উচ্চপদস্থ অফিসারগণ। এখানে নামাজ আদায়ের কোন সুবিধা না থাকায় দীর্ঘ ১৫৭ বছর পর নতুনভাবে নির্মাণ করা হল মসজিদ। মুখ বিট অফিসার কবির আহমদ জানান, ঐতিহ্যবাহি এ বিটে আমরা দায়িত্ব পালন করছি ২২জন বনপ্রহরী। কিন্ত নামাজ আদায় করার জন্য ইতিপূর্বে ইমামের কোন ব্যবস্থা ছিলো না। বর্তমান বন বিভাগ ইমাম নিয়োগ করায় জুমার নামাজ ও রমজান মাসে তারাবি আদায় করছি। কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান দীর্ঘদিন এখানে কোন মসজিদ ছিলো না। একটি পুরাতন জরাজীর্ণ পাঞ্জেগানা ছিল। কোন ইমাম ছিলো না, বর্তমান রাঙামাটি বন সার্কেল সুবেদার ইসলাম (সিএফ) ও দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান (ডিএফও)’র, আমার আন্তরিক প্রচেষ্টায় বন কর্মকর্তা/কর্মচারীদের জন্য নতুনভাবে মসজিদ নির্মাণ করা হয়। এবং ইমাম নিয়োগ দিয়ে নিয়মিত নামাজ ও রমজান মাসে তারাবি আদায় করা হচ্ছে। এটির নাম দেয়া হয় মসজিদে কুবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।