রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌলতলী এলাকায় গত ১৯ মার্চ ট্রাক নিয়ে ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামত শেষে যান চলাচলে জন্য খুলে দেয়া হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ অধ্যপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির উপস্থিতিতে বেইলি ব্রিজটি খুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, গাঁওদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এইচএম আজিজুর রহমান প্রমুখ। উলেখ্য, গত ১৯ মার্চ রাত সোয়া ১২ টার দিকে গাছের গুড়িবাহী আনুমানিক ৩০ টনের একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও হেলপার। এ দিকে ব্রিজটি ভেঙে পরায় মাওয়া-লৌহজং-টঙ্গীবাড়ি আন্তঃসড়কের যানচলা বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় এতে চরম ভোগান্তিতে পরেছে এই পথে চলাচলকারী লাখ মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।