রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পুরবি ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষিকা পুরবির স্বামী ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পরুয়া ছেলে তাহারাত হাসান অর্নবকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুরবি ইসলাম ও ফরহাদ বিশ্বাস দম্পত্তির একটি ঘর থেকে পুরবি ইসলামের লাশ উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশ। নিহত পুরবি ইসলামের বড় বোন ও মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান লিমা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই দিন আগেও আমার বোন জামাই ও ছেলে মিলে বোনকে মারার জন্য লাঠি নিয়ে সারা গ্রাম তারিয়ে বেড়িয়েছে। এছাড়াও ওদের ঘরে একটি মেয়ে আছে যে একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়াশোনা করে। তার পড়াশোনার টাকা দেয়া নিয়ে স্বামীর সাথে মাঝে মধ্যেই ওদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পচিশ বছরের সংসার জীবনে কোন দিন সুখ পায়নি আমার বোন। আর ছেলেটা মাদকসেবী তাকে এরআগেও পুলিশ মাদক সেবন অবস্থায় গ্রেফতার করেছে। ওরা পিতা পুত্র মিলে হত্যা করেছে বলে দাবি তার। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মানিক বিশ্বাস বলেন, একজন শিক্ষককে এভাবে পিটেয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হবে এটা মেনে নেওয়া যায় না। তার হাতে শরীরে বিভিন্ন স্থানে মারপিটের ক্ষত চিন্থ আছে। তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি করেন তিনিসহ রাজবাড়ী জেলার শিক্ষক নেতারা। এ ব্যপারে রাজবাড়ী থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরন করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।