পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : দেশের প্রথম আন্তর্জাতিক তাঁত উৎসব শুরু হচ্ছে ঢাকায়। ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব হবে ঢাকা সেনা জাদুঘরে। উৎসবের আয়োজক টিএস ইভেন্টস ও রিলাস ফ্যাশন বুটিক। সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের এসব তথ্য তুলে ধরেন রিলাস ফ্যাশন বুটিকের ব্যবস্থাপনা পরিচালক মানতাশা আহমেদ ও টিএস ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক টুটলি রহমান। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠেয় তিন দিনের এই আয়োজনে বাংলাদেশসহ পাঁচ দেশের ২৫ জন ডিজাইনার তাদের সৃষ্টিকর্ম তুলে ধরবেন। খাদি, গামছা, মসলিন, বেনারসি ও জামদানি কাপড়ের পোশাক থাকবে উৎসবে। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্রের প্রদর্শনী। পরিবেশনা থাকবে ব্যান্ডদল চিরকুট ও জলের গানের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।