Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় পালাক্রমে স্কুলছাত্রীকে ধর্ষণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১২:১২ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে চারদিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভুক্তভোগী শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ৪ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ ওই স্কুলছাত্রী শশীকরের নীজ বাড়ি থেকে মামা বাড়িতে যাওয়ার পথে পিড়ারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে কোটালীপাড়া উপজেলার পলোটানা গ্রামের কালু বাড়ৈরছেলে গোপালবাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে আটল বাড়ৈ (২২), রামানন্দ বৈদ্যের ছেলে তাপস বৈদ্য (৪০) ও মুশুরিয়া গ্রামের নারায়ণ বালার ছেলে বরুন বালা (২৩) জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে গোপাল বাড়ৈর বাড়িতে ৪দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে ওই শিক্ষার্থীর স্বজনরা জানান। সেখান থেকে ওই স্কুলছাত্রী বাথরুমের কথা বলে পালিয়ে প্রথমে তার নানী রেখা বালার বাড়িতে আশ্রয় নেয় পরে নীজ বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারের কাছে খুলে বলেন। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে ওই ছাত্রীর বাবা অবশেষে মামলা করেন। গতকাল শুক্রবার কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশের ধারণা ওই ছাত্রীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। রিপোর্ট পাওয়ার পর সব কিছু জানা যাবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ