Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ধানসিড়িঁ রক্ষায় মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১২:১২ এএম

ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাসের ধানসিড়িঁ নদীকে খালে রুপান্তর করার প্রতিবাদে ও নদীটির জীবিত স্বত্তা ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশাল-পিরোজপুর ভায়া রাজাপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ধানসিড়িঁ নদীর তীরে উপজেলার সর্বস্থরের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. জালাল আহম্মেদ, রাজাপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সবুর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফকরুল হোসেন খান, স্থানীয় মজিবর ফকির, মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম প্রমুখ। তারা বলেন- এসএ নকশা অনুয়ায়ী নদী খনন করতে হবে। নদীকে খাল বানানোর প্রতিবাদ জানান, তারা কাজের গুনগত মান নিয়ে ও প্রশ্নতোলেন বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ