রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাসের ধানসিড়িঁ নদীকে খালে রুপান্তর করার প্রতিবাদে ও নদীটির জীবিত স্বত্তা ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশাল-পিরোজপুর ভায়া রাজাপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ধানসিড়িঁ নদীর তীরে উপজেলার সর্বস্থরের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. জালাল আহম্মেদ, রাজাপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সবুর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফকরুল হোসেন খান, স্থানীয় মজিবর ফকির, মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম প্রমুখ। তারা বলেন- এসএ নকশা অনুয়ায়ী নদী খনন করতে হবে। নদীকে খাল বানানোর প্রতিবাদ জানান, তারা কাজের গুনগত মান নিয়ে ও প্রশ্নতোলেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।