রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের সিংড়া উপজেলা চৌগ্রাম ইউপির পাঁড়েরা গ্রামে সুদের টাকার জন্য শ্রী মরু প্রামাণিক নামে এক সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি জোর করে লিখে নিয়েছে শাহিন শাহ নামে এক সুদকারবারী। পরিবারের ১১ সদস্য নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
ভুক্তভোগি মরু প্রামাণিক বলেন, শাহিন শাহের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছিলাম। ১৬ কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। তাতেও রেহাই মিলেনি। শেষমেষ শাহিন তার নামে ভিটেমাটি লিখে দিতে বাধ্য করে। কথা ছিল টাকা পরিশোধ হলে বাড়িটি ফিরিয়ে দেবে। গত ৬এপ্রিল জোড় করে ঘর থেকে বের করে দেয়। পরিবারের ১১ সদস্য নিয়ে খোলা আকাশের মানবেতর জীবনযাপন করছি।
অভিযুক্ত শাহিন শাহ বলেন, তিনি সুদের কারবার করেন না। তিনি সাড়ে ৩ লাখ টাকা দিয়ে ওই জায়গা কিনে নিয়ে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। তার নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। এলাকাবাসীরা জানান, চড়া সুদের টাকা পরিশোধ করতে না পারায়, শাহিন শাহ জোর করে বাড়িটি লিখে নিয়ে গোপনে সুমন নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে।
ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামাজিকভাবে তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। এবিষয়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আল তৌফিক পরশ বলেন, ওই পরিবারটির সাথে অমানবিক আচরণ করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাতে এক পর্যায়ে তারা সামাজিক উন্নয়ন পরিষদ ভবনের সামনে অবস্থান নিয়েছিল। শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করছিল। সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।