Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর পাঁচ বছরের দায়িত্ব গ্রহণ

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ৯:২৩ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কোমলপুর গ্রামে থ্যালাসেমিয়া আক্রান্ত দুটি শিশুর দায়িত্ব নিয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফ্রেন্ড সার্কেল বøাড ফাউন্ডেশন ওই দুটি শিশুর পাঁচ বছরের যাবতীয় খরচ বহন করবে।
স্থানীয়রা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার গরীব অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। মানুষের কল্যাণে তারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার একই পরিবারের থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুটি বাচ্চার প্রয়োজনীয় রক্ত, রক্ত প্রদানের যাবতীয় খরচ ও লেখাপড়ার খরচের দায়িত্ব পাঁচ বছরের জন্য গ্রহণ করে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটির কর্মকর্তারা কোমলপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে ঘোষণা দেন শিশু দুটির সকল খরচ তাদের সংগঠন বহন করবে যাতে করে শিশু দুটির বেড়ে উঠার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
ফ্রেন্ড সার্কেল বøাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন জানান, আমরা এলাকার গরিব অসহায় মানুষের সেবায় নিয়োজিত। কঠিন কোন রোগে আক্রান্ত রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, শিশুদের লেখাপড়ার খরচ বহন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। তার ধারাবাহিকতায় আজ এই শিশু দুটির দায়িত্ব নেওয়া হয়েছে।
শিশু দুটির বাবা শহিদুল ইসলাম বলেন, তার তিনটি মেয়ে রয়েছে। তিন বছর বয়সী দ্বিতীয় মেয়ে রুকাইয়া ও দেড় বছরের ছোট মেয়ে ফাতেমা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সন্তান দুটির প্রতি মাসে রক্ত দিতে হয়। তাদের রক্ত ম্যানেজ করতে প্রতিমাসে হিমসিম খেতে হয়। রক্তের সন্ধানে প্রতিদিন বিভিন্ন স্থানে ছুটতে হয়। আমি একজন দরিদ্র মানুষ। দিন এনে দিন খেতে হয়। তারপর মেয়েদের চিকিৎসার এই ব্যয়ভার বহন করা খুবই কষ্টকর। এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় এত দিন চালিয়ে এসেছি। কিন্তু এখন আর এই বিশাল ব্যায়ভার বহন করা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আজ যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ