Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকার বিনিময়ে বিনামূল্যে ফরম দেয়াসহ ঘুষ দাবির অভিযোগে রংপুরের শ্রম পরিদর্শক বরখাস্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ৭:০৩ পিএম

বিনা মূল্যের ফরমের বিনিময়ে টাকা গ্রহনসহ লাইসেন্স প্রদানের জন্য ঘুষ দাবীর অভিযোগে রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান। দুদকের গণশুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদকে সাময়িক বরখাস্তের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানিতে মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তি শ্রম পরিদর্শক তপনের বিরুদ্ধে ঘুষ দাবি করাসহ বিনা মূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা নেয়ার অভিযোগ করেন।

শুনানীকালে মোস্তাফিজার বলেন তার নিজের প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কারখানার ‘লে আউট প্ল্যান’ অনুমোদন সংক্রান্ত সেবা নিতে গত ২৭ মার্চ তপনের সঙ্গে দেখা করতে যান। সেখানে লাইসেন্সের আবেদনের ফরম চাইলে ১০০ টাকার বিনিময়ে তাকে বিনা মূল্যের ফরম দেন। একই প্ল্যান অনুমোদনের জন্য তার কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তপন।

দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হকের উপস্থিতিতে গণশুনানিতে তপন ১০০ টাকা নেয়ার কথা স্বীকার করলেও লাইসেন্স করে দেয়ার নামে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করেন।

পরে দুদক কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেয়াসহ সেবা গ্রহীতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তপনকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদফতরকে পরবর্তী তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তার বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলে ঘোষণা দেন।

এ অবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন শ্রম পরিদর্শক তপনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। আদেশে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ