Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বাঁচানো গেল না খুলনায় ট্রেনে কাটা পড়া কিশোর রায়হানকে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১১:০৬ পিএম

খুলনার বৈকালী এলাকায় আজ বুধবার দুপুরে মালবাহী ট্রেনের নিচে পড়ে দুই পা হারানো কিশোর রায়হানকে (১২) বাঁচানো যায়নি। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯ টার দিকে মাওয়া ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন রায়হানের পিতা শমসের আলী।

আজ দুপুর ২ টার দিকে খুলনা মহানগরীর বৈকালী এলাকায় মালবাহী ট্রেনের নীচে রায়হানের দু পা কোমরের নিচ থেকে কাটা পড়ে। সে রেললাইন ধরে বৈকালী থেকে গোয়ালখালীতে নিজ বাড়িতে ফিরছিল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সময় পথিমধ্যে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়। দরিদ্র পরিবারের সন্তান রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ