Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা রাবি শিক্ষার্থীর

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৯:২৯ পিএম

গলায় গামছা পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্সি বিভাগের হাসানুল বান্নাহ নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায়। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বিনোদপুর মন্ডলের মোড়ে আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা।

শিক্ষার্থীর সহপাঠীরা জানান, পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন বান্নাহ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, পরিবারের সাথে রাগারাগি করে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছেন বান্নাহ। সে এখনো কথা বলতে পারছে না। চিকিৎসকরা ৭২ ঘন্টা সময় দিয়েছেন তারপর বলা যাবে কি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ