Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে খোকন গাজী নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ধর্ষণের ফলে ওই নারী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতারের পর গতকাল বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ওই নারীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখায় জেলার পাইকগাছা উপজেলার নোয়াই গ্রামের খোকন গাজী। গত ৫ জানুয়ারী পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র তৈরির কথা বলে এক বন্ধুসহ খোকন গাজী ওই নারীকে বটিয়াঘাটা থানাধীন বসুরাবাদ গ্রামের সমীর মন্ডলের বাড়ীতে নিয়ে যায়। সেখানে নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর থেকে খোকন গাজী বিদেশে পাঠাতে ও বিয়ে করতে তালবাহানা শুরু করে। এমন অভিযোগ পেয়ে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে পাইকগাছার নলিয়ার চর এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ