বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডি পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি তাসিন মোড়ল ও সাব্বির ফারাজীকে গ্রেফতার করেছে। সিআইডি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের খুলনায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে গতকাল দুপুরে কলেজের উদ্যোগে এক শোকসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, গভর্নিং বডির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু প্রমুখ। শেষে দোয়া মাহফিল পরিচালনা করে কলেজের সহকারী অধ্যাপক মাও. শহিদুল ইসলাম। উল্লেখ্য, গত ৩১ মার্চ ইভটিজিং এ বাঁধা প্রদান করায় কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আলিফ রোহানকে। পুলিশ আসামি দীপ্ত সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।