Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামে আবারও ধনাগোদা নদীর ভাঙ্গন

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৮:৪২ পিএম | আপডেট : ১১:৫০ পিএম, ৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি মরহুম চাঁদ মিয়া মেম্বার সাহেবের বাড়ির জামে মসজিদের সামনে আবার ও ধনাগোদা নদীর ভাঙ্গন দেখা দিয়েছ। সরেজমিনের জানা যায়, অতিতে ঐ গ্রাম টি ধনাগোদা রাক্ষুসে নদীর ভাঙ্গনে লন্ডভন্ড করে দিয়েছে। বিগত দিনে প্রায় দুই শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া প্রায় দুই / তিনশত একর আবাদি জমি নদী গর্ভে চলে যায়। আরও বিলীন হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২/৩ টি মসজিদ।

এ নদী ভাঙ্গন রোদ করার জন্য গ্রাম বাসি মাওলানা মোহাদ্দেস এনে দোয়া দরুদপাঠ, মিলাদ মোনাজাত পরিচালনা করেন।

২০০৭/২০০৮ সালে আল্লাহর অশেষ রহমত হয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট। ঐ সময় যমুনা মেঘনা রিভার ইরোশন মিটিগেশন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ নদী ভাঙ্গন রোদে বড় আকারের ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ নদীর তীর বর্তী এলাকায় নিক্ষেপ করে নদী ভাঙ্গন রোদ করে। বাকী অংশ সিপাই কান্দি গ্রামের আংশিক ও ঠেটালীয়া গ্রামের নদীর তীর বর্তী এলাকায় বড় আকারের বালি বর্তী জিও টেক্সটাইল ব্যাগ নিক্ষেপ হয়।

এখানে ২০১৯ /২০ ও ২০২০/২১ অর্থ বছরে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড নুরুল আমিন রুহুল এমপির নির্দেশ ক্রমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ব্যবস্থা গ্রহণ করেন। গত ৫ এপ্রিল সকালে হঠাৎ করে সিপাই কান্দি মরহুম চাঁদ মিয়া মেম্বার সাহেবের বাড়ির জামে মসজিদের সামনে প্রায় ১০০ ফুট জায়গা নদীতে দেবে যায়। এখানে ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা ছিল।

তাৎক্ষণিক মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানকে অবগত করা হলে নদী ভাঙ্গন রোদে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

অতি জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড মোঃ নুরুল আমিন রুহুল এমপির কাছে জোর দাবি জানান এলাকা বাসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ