Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় তিন ভাইসহ ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৮:০৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মারধরের মামলায় ৩ সহোদর ভাইসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে দশ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ৬ মাসের স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার দিঘালিয়া গ্রামের আলী হোসেন ওরফে শুকুর মাহমুদের পুত্র আবুল হোসেন, রমজান আলী ও নূরুল ইসলাম এবং পাশ্ববর্তী নান্দাইল উপজেলার বরুনাকান্দা গ্রামের আবুল কাশেমের পুত্র উজ্জল মিয়া।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: হেলাল উদ্দিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: কবীর উদ্দিন ভূইয়া।

তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৩ জুলাই ভুক্তভোগী কৃষক আবুল কালামকে স্থানীয় খালবলা বাজার থেকে ফেরার পথে হামলা চালিয়ে ব্যাপক মারধর করে জখম করে আসামিরা। পরে এ ঘটনার ৬দিন পর ৯ জুলাই ৫ আসামির নাম উল্লেখ করে বাদি মো: শরীফুল আলম ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ