Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৭:৪৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত মামুদ হোসেনের ছেলে আলতাফ হোসেনের সাথে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাউভাংগার চর গ্রামের মৃত নুরুল হকের মেয়ে সাবিনা বেগমের (৪০) সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে ভালো ভাবেই চলছিল সংসার জীবন। সেই সংসারে রয়েছে তাদের গর্ভের দুই ছেলে ও তিন মেয়ে সন্তান। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সাবিনা তার স্বামী আলতাফ হোসেনের সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। সেই ঝগড়ার পর মঙ্গলবার রাতে সাবিনা নিজ ঘরে শুয়ে পড়ে। এ অবস্থায় সেহেরীর সময় হলে তার মেয়ে ফাতেমা খাতুন (১৪) তার মাকে ঘরে দেখতে না পেয়ে চাচী হাজেরা খাতুনকে নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বসত ঘরের পাশেই রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত দেখতে পায়। এসময় মেয়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া জানান, এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ