বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ বুধবার ৬ এপ্রিল দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, অভিযানে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৭ টি দোকানে -১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া একটি মাংসের দোকানে ভাসী রক্ত ফ্রিজে মজুদ ও পুরাতন মাংসের সঙ্গে রক্ত মিশ্রিত করে পুনরায় বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।