বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেন, পরিবারতন্ত্র, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে পার্শ্ববর্তী দেশ শ্রীলংকা আজ দেউলিয়া হবার পর্যায়ে। স্বজন তুষ্টির নিরিখে ব্যয়বহুল প্রকল্প গ্রহণ ও বেহিসেবি ঋণ গ্রহণে সরকারকে সতর্ক হতে হবে এবং অপচয়, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে হবে, নতুবা রাষ্ট্র বিপর্যয়ে পড়বে। তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ইচ্ছাধীন, সরকারের ইচ্ছাধীন নয়। ‘ক্ষমতা কারো জন্য সংরক্ষিত নয়’ এই মৌলিক সত্যকে মেনে নিতে হবে। গণতন্ত্রবিহীন, ভোটারবিহীন এবং আইনের শাসনবিহীন একটা রাষ্ট্র ক্রমাগত দীর্ঘস্থায়ী সংকটে নিপতিত হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জাতীয় এবং ভূ-আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।
আজ বুধবার (৬ এপ্রিল) বিকেলে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কমলনগর উপজেলা আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আ স ম রব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের মুখে ঠেলে দিয়ে ক্ষমতা ধরে রাখার আত্মঘাতী মতলব থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভোটাধিকার নিশ্চিত করা এখন প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এবার রাষ্ট্র মেরামত এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনৈতিক দায়িত্ব পালন করবে জাতীয় সরকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পাদন হবে জাতীয় সরকারের অধীন।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি (সাবেক) অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, কেন্দ্রীয় যুব পরিষদের সহ সভাপতি ইউছুফ আলী মিঠু, খোরশেদ আলম মেম্বার, এ বিএম বাবুল মুন্সি, হারুন-অর-রশিদ ডিলার, আলমগীর হোসেন বাহার, মো. নুরুদ্দিন, হারুনুর রশিদ (মার্টিন), বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিজ্জামান পিরাচা যুব নেতা মাহমুদুর রহমান বেলাল, এম এ এহসান রিয়াজ ও ছাত্রনেতা মো. তারেক রহমান তহা প্রমুখ।
এর আগে দুপুরে দৈনিক যুগান্তরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও রামগতি উপজেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমানের বাবা মরহুম হাজী আলী আহমেদের কবরসহ দলীয় নেতাকর্মীদের কবর জেয়ারত দোয়া করেন আ স ম আবদুর রব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।