বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর বৈকালী এলাকায় মালবাহী ট্রেনের নীচে পড়ে দু পা হারিয়েছে কিশোর রায়হান (১২)। আজ বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোর রায়হান খালিশপুর থানাধীন গোয়ালখালি এলাকার শমসের আলীর ছিলে।
পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে রায়হান রেললােইন ধরে বৈকালী থেকে গোয়ালখালীতে নিজ বাসায় ফিরছিল। বৈকালী জংশনের কাছে এসময় একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেন হঠাৎ চালক চালানো শুরু করলে সে ট্রেনটির নীচে পড়ে যায়। সাথে সাথে তার দেহ হতে দুটি পা কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক বলে সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিসক আবিদুর রহমান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।