Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেজি দরে ও কেটে তরমুজ বিক্রি বন্ধের নির্দেশ বরিশাল জেলা প্রশাসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৮:৫৮ পিএম

তরমুজের দাম নিয়ে অরাজকতা বন্ধে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বরিশাল জেলা প্রশাসন। বৈঠকে তরমুজ কেজি দরে ও কেটে বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রকিবুর রহমান খান জানিয়েছেন, পিস হিসেবে তরমুজ কিনে বরিশালে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তারপরও আমরা চাইছি ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে। এ কর্মকর্তা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে। কেজি দরে বিক্রি করা যাবে না।

এছাড়া তরমুজ কেটে বিক্রি করা যাবে না। পাশাপাশি আড়ৎদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য আদায় করতে পারবেন না। এসব সিদ্ধান্ত অমান্য করলে জেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সভায় স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ