রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিরামপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (বেপারীপাড়া) গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৬০) মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিরামপুর রেল স্টেশনে ঘোরাফেরা করছিল। গতকাল মঙ্গলবার ভোরে স্টেশনের দুই নম্বর লাইনে ঘোরাফেরা করাকালে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা মহিলাটি মারা যায় বলে জানা যায়।
বিরামপুর রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, গতকাল ভোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢোকার মুহূর্তে উক্ত ভারসাম্যহীন মহিলার দুই নম্বর লাইনে ঘোরাফেরা করছিল ঘোরাফেরা করাকালীন অবস্থায় ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। হিলি জিআরপি ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে বলেও জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।