রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিষপানে জাকারিয়া (২৭) নামক এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত জাকারিয়া বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৫নং ওয়ার্ড বড়ইতলা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। জানা গেছে, মৃত জাকারিয়ার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েটির সঙ্গে অভিমান করে পাথরঘাটা কেএম সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন এসে গত সোমবার রাত সোয়া ১১টার দিকে চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে মারা যায়। এদিকে মৃত জাকারিয়ার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। মৃত জাকারিয়া সরকারি অনুদানের চাল আটা বিক্রি করার কাজে নিয়োজিত ছিল।
ঘটনার সময় তার সহকর্মী জুবায়ের ও ইউসুফকে জানায় ‘আমি বিষ খেয়েছি’। তাৎক্ষণিক তারা তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সে মারা যায়।
পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।