Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

বিশ্বনাথে বিএনপির প্রতিবাদ-বিক্ষোভ

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বহিস্কৃত জেলা বিএনপির নেতা সুহেল আহমদ চৌধুরী ও তার সহযোগীদের হাতে অলংকারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া লাঞ্চিতের ঘটনায় ফুসে উঠেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের প্রবাসি চত্তরে বিশাল বিক্ষোভ, প্রতিবাদ সভা ও সুহেল চৌধুরীর ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করেছে।
উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপিসাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
প্রসঙ্গ, গত ১ এপ্রিল শুক্রবার সন্ধায় বিশ^নাথ পৌরশহরে পুরান উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় শনিবার বিকেলে বিশ্বনাথ থানায় বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মারপিটে জখম ও চুরির মামলা দায়ের করেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক লিলু মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ