Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকায় গত সোমবার দুপুরে পুকুরে ডুবে ইয়াছিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।


মাদরাসাছাত্রের আত্মহত্যা
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় আশরাফুল (১২) নামের এক মাদরাসা ছাত্র ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর তালুকের চরদুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৃত আশরাফুলের বাবার নাম মো. দয়াল মিয়া এবং মা মোসা. আয়েশা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, এই শিশুটি তার মায়ের সঙ্গে অভিমান করে একটি লাল ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় তাকে খোঁজাখুঁজি করার পরে ঘরের আড়ার সঙ্গে সঙ্গে ঝুলতে দেখে তার মা চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


৩ ব্যবসায়ীকে জরিমানা
কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
কলারোয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীরর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেশি দামে পণ্য বিক্রির দায়ে গত সোমবার দুপুরে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী অফিস সুত্র জানায়, বেশি দামে পন্য বিক্রির দায়ে পৌর এলাকার জেলা পরিষদ মার্কেটের এক গার্মেণ্টস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা, মাংসের দাম বেশি নেয়ার সময় কলারোয়া বাজারের মাংস ব্যবসায়ী জিয়াকে ৩ হাজার ও বাবুকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অজ্ঞাত লাশ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার সকালে কামাল্লা মাদরাসা সড়কের খোরশেদ মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরে অপরিচিত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে কুমিল্লা থেকে পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে তাদের উপস্থিতিতে পুকুরে ভেসে থাকা ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। উদ্ধার করা ওই যুবকের পড়নে ছিল সাদা লুঙ্গী। দেহের গড়ন কালো। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি।
গায়ের চামড়া পচে গেছে। মুখ দিয়ে রক্ত ঝরছে। গোফ ও দাড়ি রয়েছে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম দৈনিক ইনকিলাবকে জানান, পিআইবি ও সিআইডি কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য লাশ কুমেকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই যুবকের নাম ঠিকানা বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ