Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

রূপাতলী মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে মন্ত্রীর সমর্থক শ্রমিক ইউনিয়নের দুজনকে কুপিয়ে আহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৭:৫২ পিএম

বরিশাল নগরীর রূপাতলী মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব গ্রহণের লড়াইয়ে জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস, কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারন সম্পাদক ও তার সঙ্গী আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সিদ্দিকুর রহমান মাসুমকে মঙ্গলবার গ্রেফতার করেছে। সোমবার রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সুমন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব গ্রহণের জন্য এই শ্রমিক ইউনিয়ন এখন দ্বিধাবিভক্ত। এক গ্রুপ সিটি মেয়রের ও অপর গ্রুপ বরিশাল সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দিয়ে আসছে।

দুই গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষের একপর্যায়ে সোমবার রাতে একাংশের সাধারন সম্পাদক সুমন মোল্লা সহ দুজনকে কুপিয়ে আহত করে অপর গ্রুপ। এ ঘটনায় সুমন মোল্লার মা সেতারা বেগম সোমবার গভীর রাতে ১৫ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় বিসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, সোহেল মোল্লা সহ আরো ১৫ জনকে নামোল্লেখ করা হয়েছে।

ঐ মামলার প্রেক্ষিতে সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) লোকমান হোসাইন জানিয়েছেন। সংঘর্ষ এড়াতে রূপাতলী মিনি বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ