Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেডিকেলের ভর্তি পরীক্ষায় এবার দেশ সেরা খুলনার মিম

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ২:৫৭ পিএম

সারা দেশে মেডিকেলের (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। সে লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছে। মিম ১ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা মোসলেম উদ্দিন সরদার পেশায় একজন কলেজ শিক্ষক। মা খাদিজা খাতুন সরকারি চাকরি করেন। খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি এলাকার মেয়ে মিম। পরিবারের সাথে তিনি বর্তমানে খুলনা শহরের মৌলভিপাড়ার টিবি বাউন্ডারি রোডে বসবাস করেন।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিম খুবই খুশি। সে জানিয়েছে, এমন ফলাফলের জন্য সে মহান আল্লাহপাকের দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাবা মা ও শিক্ষকবৃন্দের দোয়া এবং কঠোর অধ্যাবসায় এর কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সে আরো জানায়, ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০২১ সালে একই বোর্ডের অধীনে সরকারি এমএম সিটি কলেজে থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পায়। তার জীবনের লক্ষ্য, একজন ভাল চিকিৎসক হওয়া এবং গরীব দু:খি রোগিদের বিনামূল্যে সেবা দেয়া।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ