বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গণপিটুনী দেয়া হয়েছে। আহতবস্থায় তাকে আজ মঙ্গলবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী সায়িখ রহমান আবির। এ তথ্য নিশ্চিত করেছেন খুবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান।
সূত্র জানায়, শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেস থেকে ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সায়িখ রহমান আবির। তারা একই বিভাগের শিক্ষার্থী। বিষয়টি জানার পর, আজ মঙ্গলবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে আটক করে। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খুবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান জানান, ক্যাম্পাসের বাইরে এ ধরণের একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা খোঁজ খবর করছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে শিক্ষার্থীরা সায়িখ রহমান আবিরকে আটক করে রাখে এবং মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করতে চাইলে শিক্ষার্থীরা অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সকালে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে আনা হয়। শুনেছি, প্রাথমিক চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।