Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজনের মৃত্যু শনাক্ত ৬১

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

টানা চার দিন করোনায় মৃত্যুহীন দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত চার দিন করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। একদিন আগে ৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। একই সময় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। এসময় সুস্থ হয়েছেন ৮৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। সরকারি ব্যবস্থাপনায় ৯১ লাখ ৮৭ হাজার ২৭টি, বেসরকারিতে ৪৬ লাখ ৬৫ হাজার ৬৩৪টি। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ