Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

দেশের তিন জেলায় গতকাল সড়কে প্রাণ হারিয়েছে তিনজন। যশোরের চৌগাছায় এক, চুয়াডাঙ্গায় এক, পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী, ও পুলিশ বরাত দিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর বিস্তারিত :

যশোর ব্যুরো জানায়, যশোরের চৌগাছায় আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের চাপায় রাজু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে। কাভার্ডভ্যানের চালক পালাতক রয়েছে।

গতকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের প্রবেশমুখে চৌগাছা-মহেশপুর সড়কের গরু হাটায় এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর এলাকায় অবৈধ মাটি বহনকারী ট্রাক্টরের নিচেপড়ে চালকের সহকারী হাসানের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গতকাল ভোর ৪টার দিকে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, রাতের বেলা কিছু ব্যক্তি ট্রাক্টরে মাটি বহন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে থাকে। ঘটনার সময় দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক খালি ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। মোড়ে আরেকটি যানবাহনকে পাশ কাটাতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। সে সময় চালকের পাশে বসে থাকা সহকারী হাসান উল্টে ট্রাক্টরের নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্^ গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল্ল্যাহ নামের এক হাফেজিয়া মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আলামিন নামের আরেক শিক্ষক। গতকাল বিকালে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজনে মৃত্যুর বিষয়টি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ