রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পরিবারের লোকজন রাজি না হওয়ায় এবং প্রেমিকাকে বিয়ে করতে না পেরে পটিয়ায় জয়ন্ত মল্লিক (১৬) নামের একজন ৯ম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মধ্যম কালিয়াইশ গ্রামের খোকন মল্লিকের পুত্র।
জয়ন্ত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গত রোববার সকাল ৮টায় সুচক্রদন্ডী গ্রামের একটি ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানান, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জয়ন্ত মল্লিকের সঙ্গে ছনহরা ইউনিয়নের একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। জয়ন্তের অবিবাহিত এক বড় ভাই রয়েছে। এর মধ্যে সে প্রেমিকাকে বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে চাপ সৃষ্টি করে।
এতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় জয়ন্ত অভিমান করে আত্মহত্যা করে। পরে ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, প্রেম সংগঠিত ঘটনা নিয়ে স্কুলছাত্র জয়ন্ত আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।