রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী সদর উপজেলার হাজিগঞ্জ বাজারে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৭টার দিকে। নিহত প্রতিমা রানী চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রাামের নারায়ন রায়ের স্ত্রী।
স্বজনরা জানান, প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের লক্ষীরবাজার এলাকার সানটেক্সস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় কর্মস্থানে যোগদানের জন্য বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে বের হয়।
হাজিগঞ্জ বাজারের কাছে এসে পৌছালে প্রতিমা রানীর ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার অপর অংশের মাধ্যমে গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে ছিঁটকে পড়ে। তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর থানার ওসি আব্দুর রউপ জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।