রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যাকাত সংগ্রহে সভা
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলায় সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তিতাস উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীন।
বিয়ের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
বিয়ের মত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং আবু হানিফ (৪৫)। বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে ৪-৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইরা বিয়েতে মত দেননি। এ নিয়ে গত রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে তা গোষ্ঠিগত বিবাদে রূপ নেয়। সোমবার সকালে উভয় পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিন দাঙ্গাবাজকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩ দোকান পুড়ে ছাই
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে আগুন লেগে মুদি দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার ভোর রাতে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে চান মিয়া তালুকদারের মুদি দোকান, শহিদুল খাঁন, বাবুল হাওলাদারের কাচামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলী জানান, সোমবার ভোর রাতে রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে আগুন লাগে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে একটি মুদি দোকানসহ ৪টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ব্যবসায়ীকে খুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। নবীনগর থানা পুলিশের ওসি আমিনুর রশীদ জানান, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামেরর একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।