প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় ৩ এপ্রিল (বাংলাদেশ সময় ৪ এপ্রিল সকাল) ছিল এই আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসরে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়ে চমকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শক্তিশালী বক্তব্যে দর্শকদের প্রতি যার যেভাবে সম্ভব ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন তিনি।
বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, দুই মাসের বিলম্বের পর রোববার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের আসর। আয়োজনের শুরু হয় দ্য ডেইলি শোর জনপ্রিয় উপস্থাপক ট্রেভর নোয়ার কৌতুক দিয়ে। এবারের অস্কার আসরের সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনা নিয়েই কৌতুক করেন তিনি। নোয়া বলেন, দৃষ্টিসীমায় চড় ছাড়াই এবং ‘আমাদের মুখে আর কারও নাম উচ্চারণ না করেই’ শুরু করছি।
সংগীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কারপ্রত্যাশীরা আরও বেশি অবাক হয়ে যান যখন অনুষ্ঠানের মাঝখানেই পর্দায় উপস্থিত হন ইউক্রেইনের প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথি এবং টেলিভিশনের সামনে বসা লাখ লাখ দর্শকের সামনে তার দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। জানান, ইউক্রেইনের সংগীত শিল্পীরা এখন যুদ্ধসাজে সজ্জিত হয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে লড়ছে। ইউক্রেইনের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, “যুদ্ধ-সংগীতের বিপরীতে এর চেয়ে আর কোন বিষয়টি থাকতে পারে? আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করছি। বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য, কথার জন্য। আমরা রাশিয়ার বিরুদ্ধে লড়ছি, যারা তাদের বোমা ফেলে ভয়াবহ নিস্তব্ধতা বয়ে এনেছে। মৃত্যুর নিস্তব্ধতা। আজ আপনাদের সংগীত দিয়ে এই নিস্তব্ধতাকে ভেঙে ফেলুন আমাদের গল্পটি বলার জন্য, যুদ্ধের সত্যিটা তুলে ধরার জন্য।”
জেলেনস্কির এই ভাষণ চলার সময় কিছুক্ষণের জন্য হলেও উৎসব ও সংগীত থমকে যায় এবং সবার মনোযোগ কেড়ে নেয় রাশিয়ার সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেইন ও তার জনগণের দুর্দশা। জেলেনস্কির ভিডিও বার্তা প্রদর্শনের পর অনুষ্ঠানে ইউক্রেনের নাগরিকদের প্রতি সম্মান জানিয়ে ‘ফ্রি’ শিরোনামের নতুন একটি গান গেয়ে শুনিয়েছেন আমেরিকান সংগীতশিল্পী জন লিজেন্ড। তার সঙ্গে গলা মিলিয়েছেন ইউক্রেনের গায়িকা মিকা নিউটন ও সুজানা ইগলিডান এবং একটি গসপেল ঘরানার কয়ার। এছাড়া কবিতা আবৃত্তি করেছেন ইউক্রেনের কবি লিউবা ইয়াকিমচাক। এ সময় মঞ্চের বড় পর্দায় দেখানো হয় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিভিন্ন ধ্বংসস্তূপের স্থিরচিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।