Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চড়ের ভয়ে গ্র্যামির উপস্থাপক এলেন হেলমেট পরে !

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৬:৪১ পিএম

অস্কারের চড়কান্ড নিয়ে কম শোরগোল হয়নি। এর মাধ্যেই বসেছে গ্র্যামির জমকালো আয়োজন। তবে মজার বিষয় হচ্ছে- অস্কারের আলোচিত সেই ঘটনার প্রভাব পড়েছে গ্র্যামিওতেও। উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে এসেছেন হেলমেট পড়ে।

অনুষ্ঠানের আরেক উপস্থাপক লেভার বার্টন গ্র্যামির আসরে মজা করে বলেন, “এখন সবাইকে সাবধান করে দিয়ে জানাতে চাই যে আমাদের পরবর্তী উপস্থাপক একজন কমেডিয়ান। বুঝতেই পারছেন কী বলতে চাইছি…! অনুরোধ করবো সবাই নিজ আসনেই অবস্থান করুন এবং নিজেদের হাত নিয়ন্ত্রণ করুন।”

ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে নাটে বারগাটজে বলেন, “কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে।”

উল্লেখ্য, হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

এদিকে সংগীত জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার গ্র্যামি ঘোষণার এ সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আয়োজনে ভাষণ দিয়েছেন। তার উপস্থিতিতে সংগীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কারপ্রত্যাশীরাও অবাক হয়ে যান। অনুষ্ঠানের মাঝখানেই পর্দায় উপস্থিত হন ইউক্রেইনের প্রেসিডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ