Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৫:২৪ পিএম

বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় ৩ এপ্রিল (বাংলাদেশ সময় ৪ এপ্রিল সকাল) ছিল এই আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া। লস অ্যাঞ্জেলসে গত ৩১ জানুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায় গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি। অবশেষে প্রদান করা হলো সংগীতের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার।

এ বছর ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কারটি পেয়েছে জন বাতিস্তের ‘উই আর’ অ্যালবামটি। এই বছর সেরা গানের পুরস্কার জিতেছে ‘লিভ দ্য ডোর ওপেন’। এছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পেয়েছে মার্কিন গীতিকার ও গায়ক ক্রিস স্ট্যাপলটনের ‘স্টার্টিং ওভার’ অ্যালবামটি। বছরের সেরা গানের পুরস্কার জিতেছে সিল্ক সনিক ব্যান্ডের ‘লিভ দ্য ডোর ওপেন’ গানটি। এর সুর করেছেন ব্রুনো মার্স এবং অ্যান্ডারসন পাক। সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পেয়েছে মার্কিং গীতিকার ও গায়ক ক্রিস স্ট্যাপলটনের ‘স্টার্টিং ওভার’ অ্যালবামটি।

এছাড়া সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি এ বছর পেয়েছে পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব। তিনি ‘মহব্বত’ গানের জন্য ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’ সেরা হয়েছেন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

এক নজরে গ্র্যামির বিজয়ীরা-
রেকর্ড অব দি ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক)।
অ্যালবাম অব দি ইয়ার: উই আর (জন বাতিস্ত)।
সং অব দি ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক)।
সেরা কান্ট্রি অ্যালবাম : স্টার্টিং ওভার (ক্রিস স্ট্যাপলটন)।
বেস্ট নিউ আর্টিস্ট: অলিভিয়া রোদ্রিগো।
সেরা পপ সিঙ্গেল পারফরম্যান্স: ড্রাইভার লাইসেন্স (অলিভিয়া রোদ্রিগো)।
সেরা পপ ডুয়েট/গ্রুফ পারফরম্যান্স: কিস মি মোর (ডোজা ক্যাট ফিচারিং এসজেডএ)।
সেরা পপ ভোকাল অ্যালবাম: সোর (অলিভিয়া রোদ্রিগো)।
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ফাইট ফর ইউ।
সেরা আরঅ্যান্ডবি সং: লিভ দ্য ডোর ওপেন।
সেরা র‌্যাপ সং: জেইল।
সেরা র‌্যাপ অ্যালবাম: কল মি ইফ ইউ গেট লস্ট।
সেরা রক পারফরম্যান্স: ম্যাকিং এ ফায়ার (ফু ফাইটারস)।
সেরা মেটাল পারফরম্যান্স: দ্য এলিয়েন (ড্রিম থিয়েটার)।
সেরা রক গান: ওয়েটিং অন এ ওয়্যার (ফু ফাইটার)।
সেরা রক অ্যালবাম: দে আর কলিং মি হোম।
সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম: মাদার ন্যাচার।
সেরা গ্লোবাল মিউজিক পারফর্মেন্স : আরুজ আফতাব।

এবারের গ্র্যামিতে মঞ্চ মাতিয়েছেন বিটিএস। তারা তাদের ‘বাটার’ গানটি পারফর্ম করেছে। বিলি আইলিশ গেয়েছেন ‘নো টাইম টু ডাই’ গানটি। অলিভিয়া রদ্রিগো জমকালোভাবে পরিবেশ করেছেন তার জনপ্রিয় ‘রেড লাইট’ গানটি। পারফর্ম করেছেন জাস্টিন বিবারও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ