Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

৫৬ জেলায় নতুন শনাক্ত নেই, মৃত্যু শূন্য

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ঢেউ থেমে গেছে। দেশের ৬৪ জেলার মধ্যে গতকাল ৫৬ জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় মৃত্যের সংবাও নেই; তবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে ফের টানা চতুর্থ দিনের মতো করোনাতে মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। নতুন শনাক্ত রয়েছে আগের দিনের মতোই, তবে কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের তিন দিন (৩১ মার্চ থেকে ২ এপ্রিল) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এই সময়ে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। আগের দিনও ২ এপ্রিল ৫৬ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া ৫৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জন আর এখন পর্যন্ত মোট করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১২২ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৯৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৮২ হাজার ৯০২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৯৭২টি।

নমুনা পরীক্ষার বিপরীতে দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৭ জেলায়। আর বাকি ৫৬ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ৫২ জন। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, মাদারীপুর ও মানিকগঞ্জ জেলায়। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও চাঁদপুরে, আর রাজশাহী বিভাগের নাটোর ও জয়পুরহাট জেলায়। এর বাইরে দেশের বাকি ৫৬ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। বিভাগ হিসেবে দেশের ৮ বিভাগের মধ্যে ৫ বিভাগেই নতুন শনাক্ত নেই।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র। তবে এখন পর্যন্ত মাস্ক ছাড়া চলাফেরার সময় আসেনি।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ১১৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৮৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সোয়া ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ