Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ জেলায় সড়কে নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

দেশের পাঁচ জেলায় সড়কে প্রাণ গেছে সাতজনের। শনিবার এবং গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ও পুলিশ বরাত দিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর বিস্তারিত : মৌলভীবাজারে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বিষয়টি জানান। নিহতের নাম জাকির হোসেন তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে। মাগুরায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে । গতকাল দুপুর দেড়টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ইজিবাইক ও বাস দুমড়েমুচড়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন দুই জনের মৃত্যুর বিষয়টি জানান, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছি। ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলার নতুন ব্রিজ এলাকায় গত শনিবার রাতে পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা মো. মাহমুদুল হাসান নামের এক র‌্যাব সদস্যর মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাহমুদুল হাসানের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন বাবুরবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রেহেনা বেগম মুন্নী বেগম। কাটাখালী হাইওয়ে থানার এসআই হাসানুর রহমান জানান, তারা মোটরসাইকেল যোগে মোংলা যাওয়ার পথে বাবুরবাড়ি বাস-স্ট্যান্ডের কাছে অপরদিক থেকে আসা গ্যাসবাহী লরির সাথে সংঘর্ষ হয় । এ সময় তারা দুজনেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল-ডাঙ্গা নামক স্থানে মালবোঝাই ট্রাক ও বিরামপুরগামী অটোরিকশার সংঘর্ষে আবু তাহের নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে তার মৃত্যু হয়। গত শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ট্রাকের ধাক্কায় আহত গরু ব্যবসায়ী আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালে মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ