রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ায় বিদ্যালয়ের জায়গা দখলে বাধা দেয়ায় পৌর কাউন্সিলর কর্তৃক প্রধান শিক্ষককে হামলা ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্তকে পুলিশের দেয়া সময়ের মধ্যে গ্রেফতার না করার প্রতিবাদের ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও মানববন্ধন করেছে। সেই সাথে হামলাকারী কাউন্সিলর সোহেল রানা আশাকে গ্রেফতার না করা পর্যন্ত প্রতিদিন ক্লাস বর্জনসহ এই মানববন্ধন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। গত শনিবার দুপুর ১টায় কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী এলাকাস্থ কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে কয়েকশ’ শিক্ষার্থীদের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, একজন জনপ্রতিনিধি কিভাবে স্কুলের জায়গা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে, ক্রাসার মেশিনে বিকট শব্দ করে শিক্ষার পরিবেশ দুষণসহ দীর্ঘদিন ধরে জোড়পূর্বক বিদ্যালয়ের বিদ্যুৎ পানি ব্যবহার করে আসছিলো। এটা নিষেধ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালে পুলিশ প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের অঙ্গীকার করায় শিক্ষার্থীরা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। অথচ ওই ঘটনায় কাউন্সিলর সোহেল রানা আশাকে প্রধান করে ৪ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হলেও অদ্যবধি প্রধান আসামি হামলাকারী সোহেল রানা আশাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে কাউন্সিলর আশা এলাকাতেই গা ঢাকা দিয়ে থেকে নানাভাবে হুমকি প্রদান করে চলেছে বলেও অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার বলেন, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা ও তার অফিস কক্ষে ভাঙচুরের ঘটনায় দায়ের মামলায় তাছের নামের একজন এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এমামলার প্রধান আসামি কাউন্সিলর সোহেল রানা আশা ছাড়াও এজাহারভুক্ত ভ্যাপচা ফারুক ও আনছের আলীকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।