Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপালে গ্যাসবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১১:৪৩ পিএম

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে ৷ শনিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বাবুরবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, মোঃ জাহাঙ্গির হোসেন (৬৫) ও তার স্ত্রী রেহেনা বেগম মুন্নী বেগম (৫৫)৷ মোঃ জাহাঙ্গির হোসেন মোংলা বন্দরের কর্মচারী হিসেবে অবসরে গেছেন। তাদের বাড়ি মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামে।

কাটাখালী হাইওয়ে থানার এসআই হাসানুর রহমান জানান, তারা মোটরসাইকেল যোগে মোংলা যাবার পথে বাবুরবাড়ি বাস-স্ট্যান্ডের কাছে অপরদিক থেকে আসা গ্যাসবাহী লরির (যশোর ট ১১-২৫৫৩) সাথে সংঘর্ষ হয় ৷ এ সময় তারা দুজনেই ঘটনাস্থলেই মারা যান ৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ৷ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিন সকালে খুলনা-মোংলা মহাসড়কের সুখদাড়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয় ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ