Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১১:৩৫ পিএম

প্রথমবারের মতো শেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪জন পিতা-মাতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এ আয়োজনে দারুণ আপ্লুত বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২০জন মমতাময়ী মা ও চারজন বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি,তসবিহসহ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ,পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এছাড়া মোহাম্মদ আলী লাল, মো. আবু বক্কর, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আরো অনেকে। প্রথমবারের মতো এই ধরনের আয়োজনে উচ্ছ্বসিত জেলা মুক্তিযোদ্ধারাও।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাকে প্রতিমাসে দুই হাজার টাকা ভাতা এবং জেলার সকল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামুল্যে চিকিৎসাসেবা পেতে হেলথ কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নকলা উপজেলার সাবেক কমান্ডার আবুল মুনুসর, নকলার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ডেপুটি কমান্ডার মো. জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আমেজ উদ্দিন, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, কবি আবদেল মান্নান, অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক দেবাশীষ ভট্টাচর্য প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) এএসএম নুরুল ইসলাম হিরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ