পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : অক্টোবরে বিশ্ববাজারে খাবারের দাম সামান্য বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতি মাসে ৫ ধরনের খাদ্যপণ্যের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এসব খাদ্যের মধ্যে রয়েছে চিনি, দুগ্ধজাত পণ্য, দানাজাতীয় খাবার, মাংস ও ভোজ্যতেল। সংস্থার তথ্য অনুযায়ী, আলোচ্য মাসে চিনি, দুগ্ধজাত পণ্য ও দানাজাতীয় শস্যের দাম বেড়েছে। যার কারণে সার্বিক মূল্যসূচক বেড়েছে। আগের মাসের চেয়ে অক্টোবরে খাদ্যের গড় দাম বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। জাতিসংঘের অঙ্গসংস্থাটি আশা করছে, ২০১৬-১৭ সেশনে বিশ্বব্যাপী খাদ্যের উৎপাদন বাড়বে। ২০১৫ সালের তুলনায় উৎপাদন তা বাড়তে পারে ১.৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, খাদ্যের সরবরাহ কম থাকলে সাধারণত দাম বাড়ে। এ বছরে যেহেতু উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে, সেহেতু আগামীতে বিশ্ববাজারে দাম কমতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।