বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার জানান, গত সোমবার (২৮ মার্চ) অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার উদ্দেশ্যে রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায়। বোমা হামলায় আহত হন ২০ জন শ্রমিক। বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বাদী হয়ে ৩টি মামলা করলে গা ঢাকা দেয় রাশেদ আলী। গতরাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করে রাশেদ আলীকে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাই সহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে। রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।