Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আনুষ্ঠানিক কার্যক্রমে নামল সিলেট জেলা বিএনপি

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি। গতকাল দুপুর ১২টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাজার জিয়ারত শেষে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ্যডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রেীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
বক্তব্য শেষে মাজার প্রাঙ্গন থেকে বের করা হয় বিশাল এক আনন্দ মিছিল। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ