Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৪ এএম

সুনামগঞ্জের দিরাইয়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চানপুর গ্রামের উত্তর-পূর্বে অবস্থিত বালি বিলে পড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। দিরাই থানা পুলিশ ও পরিবার সূত্র জানায়, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী গ্রামের প্রদীপ দাসের পুত্র প্রমিত দাস (৫), রাজ কুমার দাসের পুত্র রক্তিম দাস (৬), দীপক দাসের মেয়ে বৃন্দা দাস (৭) বাড়ির সামনে বিলের পাশে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে তারা তিনজন বিলে পড়ে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার বালি বিলের দিকে তাদের লাশ পাওয়া যায়। করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, শিশুরা খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পড়ে মারা যায়। শিশুদের লাশ উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তিন শিশুকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বাড়ির সামনের বিলের পাড়ে খেলাধুলা করার এক পর্যায়ে শিশুরা পানিতে ডুবে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ