Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালুটিলা-জিলতলী সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৫ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে বালুটিলা ভায়া জিলতলী সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফটিকছড়ির এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে এই সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন করেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মিরশরই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম, আ.লীগ নেতা জয়নাল আবেদিনসহ অনেকে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফটিকছড়ির এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এ সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৩শ’ ৮২ টাকা বরাদ্দ দেন। বিশ্ব ব্যাংকের আরসিআইপি প্রকল্পের অর্থায়নে সড়কটির কার্পেটিং কাজ বাস্তবায়ন করবে এলজিইডি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ